Loading...

Monday, June 1, 2015

বৃষ্টি (ছড়া)

আহা বৃষ্টি, দেখ বৃষ্টি 
ভেজার যত শিল্প। 
ওহ দিবাকর, নটকা দেখ 
দেখ মেঘের গল্প। 

ভিজবে আকাশ, ভিজবে মাটি 
ভিজবে সকল পাখি। 
রঙধনুতে রং লেগেছে 
দেখ মেলে আখি। 

পুকুর বিলে বান ডেকেছে 
নাচিয়ে মৎসকুল। 
বৃক্ষরাজি প্রাণ পেয়েছে 
ফুটিয়ে নতুন ফুল। 

ঝর ঝড় ঝর বারিধারা 
পড়ছে অবিরত 
কাজ না পেয়ে, কাঁদছে তারা 
দিনমুজুরি যত।

Wednesday, May 20, 2015

গ্রীষ্মের পংক্তিনামা

তীব্র দাবদাহে ঘর্মাক্ত দেহ
ছাতিফাটা তৃষ্ণায়
এক অট্টহাস্য বৃষ্টি হয়ে নামে
পরিতৃপ্তির ভালবাসায়।

সংগবদ্ধ আষাঢ়ের অপেক্ষায়
চোখ ধেঁধেঁ যায় হলকা হাওয়ায়
বৃষ্টির আশির্বানী পাই
মৃদুমান্দ দখিনা হাওয়ায়।

কেমন এই রঙ্গযাদু
যাদু-টোনা হার মেনে যায়।
গ্রীষ্ম্মের এই চরম যন্ত্রনায়
শীতল অবগাহন করি ভালবাসায়...

Saturday, May 16, 2015

কেনা-বেঁচা

কেনা-বেঁচা হয় প্রতিনিয়ত-
কারন-অকারন সংখ্যার বিচারে।
চাল-আলু-মাছ কিংবা সম্মান
স্বপ্নও হয় কখনো কখনো।
নগদ অথবা বাঁকিতে মূল্য সহযোগ
পসরা বিছানো সংযোজন কর।

ফুল কেনা-বেঁচা হয় ফুলগলিতে
সুগন্ধটা পড়েই থাকে।
মানুষও বিকি-কিনি হয় যেখানে সেখানে
আত্মাটা কেনা যায় কেমন করে?

Thursday, May 14, 2015

দেহ তত্ত্ব

দেহের ভেতর মন আছে
মনের ভেতর আত্মা
মানব জনম সফল হবে
মিলবে যখন সত্ত্বা।

দেহ দিয়েই দেহ ধারণ
সংসারেতে থাকা
মনের খবর কোথায় পাবি
সবই যে তোর ফাকা।

প্রেম যে আছে সবার সাথে
নাই যে কোন গুরু
ইন্দ্র-ভোগে জগৎ হাসে
মন যে কেবল উড়ু।

অন্তরেতে মনের বাড়ি
থাকেন কারিগর
দিবা-নিশি ভক্ত-প্রাণে
তিনিই আপন-পর।
https://www.onlinecasino.us/let-it-ride/

Sunday, May 10, 2015

গতির খোঁজে

কে নেড়ে যায় রিমোটের চাবি
আমি বারবার হতাশায় ডুবি।
কেঁদে কেঁদে হেঁটে ফিরি অগ্নিপথ
জীবনটা বড্ড ঘোড়েল, ভিষণ শ্লথ।
একঘেয়ে একপেশে সবটা সময়
কি দোষ আমার? কবে হবে গতিময়?

Sunday, May 3, 2015

পুরনো জোয়ার


পৃথিবীর পথে পথে সন্ধ্যা নামে
বিকেল শেষে তোমায় দেখি
ছয়টি বছর আগে।

পুরনো জোয়ার হৃদয় মাঝে
ছলাৎছল্‌ সুর বারংবার,
সময়ে বদলেছ তুমি
বদলাতে পারিনি অলিন্দ ঝংকার।
দেখে দেখে কেঁপে উঠি
এলোমেলো সারাবেলার দিনকাল।
দরজা খোলেনি পুরনো লাগেনি
বিষ্ময়ের সময় ভ্রমনকাল।

আজও কাঁদে পুরনোভাবে
ফিরে চলি ছয়টি বছর আগে।

Wednesday, April 29, 2015

যাপিত জীবনে

জীবিকার প্রয়োজনে আমি তোমাদের লোক,
অথচ আমিত্ববাদকে বর্জন করতে শিখিনি।
দৈনন্দিন মিথ্যাচার-ছিনতাই-রাহাজানি লোকাচার
কুটলোকটাকেও বলে ফেলি ভাল আছি।
অন্ন অন্বেশনে সমাজে ভিড়ি এক একটা মুখোশ পরে
যাপিত জীবনে ছুটি মিলে, নিস্তার মেলে না।
ভালবাসাবাসি প্রয়োজনে-নিয়মে- দেখানোর ছলে
আবেগতারিত কম প্রশ্রয়ে স্বপ্নের বেড়াজালে।